সেই মানবতার দেয়াল এখন তালতলীতে

সেই মানবতার দেয়াল এখন তালতলীতে
মোঃ হাইরাজ তালতলী বরগুনা প্রতিনিধি ঃ তালতলী বাজারের স্কুল সড়কের মহিলা মার্কেটে দিকে যেতে স্টুডেন্ট লাইব্রেরি । এর দেয়াল ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়। দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। এক পাশে লেখা রয়েছে – আপনার অপ্রয়োজনীয় পোশাক টি রেখে যান । এর অন্য পাশে লেখা রয়েছে – আপনার প্রয়োজনীয় কাপড় টি নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছুদিন ধরেই চলছে এমন উদ্যোগের আলোচনা। কিন্তু এমন উদ্যোগ তালতলীতে এটিই প্রথম। দেয়ালে ঝুলানো হ্যাঙ্গার রয়েছে পুরনো কাপড়। তবে অভিনব এই উদ্যোগের উদ্যোক্তার এক জন ফয়সাল আহমেদ বলেন। শুর্য শিখা অর্গানাইজেশন চায় হত দরিদ্র মানুষ যেন একটি পড়ার মতো বস্ত্র পায়। আপনার যে পোশাকটি ছোট হয়ে গেছে বা ব্যাবহার করছেনা সেই পোসাকটি হয়তো কারো জীবনের আনন্দ বয়ে আনতে পারে। সেই জন্য এই চিন্তা থেকে এই কাজ করা তবে বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাত্র লীগের রাহাত মিনহাজ ও ইলেক্ট্রনিক নয়ন ভাইয়ের কাছে। তারা মানবতার দেওয়ালের জন্য সাহাজ্য করছে। সকলের উদ্দেশ্য বলছি আপনার এলাকায় ও করে ফেলুন একটি মানবতার দেওয়াল আপনার একটু প্রচেষ্টা কারো মুখে ফুটবে হাসি। ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে এমন উদ্যোগ নেওয়া ‘মহানুভবতার দেয়াল’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।